বানিয়াচং প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (১৭ মে) সন্ধ্যা ৭ টায় বানিয়াচং ১ নম্বর উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব হারুন মিয়া।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আংগুর মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বিপুল ভূষণ রায়, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামীলীগের নেতা শেখ শাহনেওয়াজ ফুল, আসাদুর রহমান খান, হাবিবুর রহমান খসরু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সেবুল ঠাকুর, ১ নম্বর উত্তর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নূরুল হক,সাধারণ সম্পাদক মোশাহেদ মিয়া, উপজেলা যুবলীগের সহসভাপতি সাহিবুর রহমান,সাবেক ছাত্রনেতা খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা আকিকুর রহমান, সাইদ আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা সুমন মিয়া প্রমুখ।