স্টাফ রিপোর্টারঃ
হবিগঞ্জের বাহুবলে চাষীদের কে নিয়ে সৌরশক্তি ও পানি সাশ্রয় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ এর মাধ্যমে ফসল উৎপাদন পাইলট প্রকল্পের আওতায় মাঠ দিবস পালিত হয়েছে।
বুধবার বিকেলে বাহুবল উপজেলার দ্বিমুড়া গ্রামে মোঃ দিদার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন এসপিপিও নুরুল ইসলাম খাঁন, উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ শামীমুল হক শামীম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন মজুমদার বলেন , নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে পানি সাশ্রয় করে ফসল উৎপাদনে উদ্ধুদ্ধ করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় ও পানির অপচয় রোধ করে অনাবাদি জমিতে চাষাবাদ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতি ইঞ্চি জমি চাষাবাদের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে এই প্রকল্প ভুমিকা রাখবে বলে মনে করেন তিনি।