স্টাফ রিপোর্টার ॥
শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মশার উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। মশার কামড়ে শিশুসহ বৃদ্ধদের রোগবালাই দেখা দিয়েছে। দিনের বেলাও অনেকে মশারি টানিয়ে ঘুমাচ্ছেন।
জনসাধারণের অভিযোগ, দীর্ঘদিন ধরে আসল মশার ওষুধ নিক্ষেপ না করায় মশা বিস্তার করছে। যদিও মাঝে মাঝে পৌরসভা থেকে মেশিন দিয়ে ওষুধ স্প্রে করা হয়। কিন্তু সেগুলোতে মশা নিধন হয় না। ফলে দিনদিন বংশ বিস্তার করছে মশা। কয়েল জ্বালিয়েও নিস্তার পাচ্ছে না পৌরবাসী। এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা চলছে।
বিশেষ করে পৌরসভার দাউদনগর স্টেশন, রেল কলোনী, ড্রাইভার বাজারসহ বিভিন্ন এলাকায় ড্রেন রয়েছে। আর এগুলো পরিস্কার না করায় মশা বংশ বিস্তার করছে।
স্থানীয়রা পৌরসভার নিকট মশা নিধনে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।