এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সাতছড়ি জাতীয় উদ্যান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।
মঙ্গলবার (১৬ মে ) দুপুরে সাতছড়ি জাতীয় উদ্যানে উপস্থিত হোন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর,সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক,স্থানীয় মেম্বার জসিম উদ্দিন প্রমূখ।
এসময় তিনি সাতছড়ি জাতীয় উদ্যান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন সহ সাতছড়ি জাতীয় উদ্যানের দৃষ্টি নন্দন গেইট নির্মাণ কাজ গুণগত অবস্থান দেখেন।এবং বিভিন্ন দিকনির্দেশনা পরামর্শ মুলক বক্তব্য রাখেন। এবং সকল নেতৃবৃন্দের কে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে কাঁদ মিলিয়ে কাজ করার পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি,সাংবাদিক ও সমাজকর্মী