লাখাই প্রতিনিধি :
লাখাইয়ে বুল্লাবাজার জামে মসজিদ এর ত্রিতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শনে আমেরিকা প্রবাসী ওয়াসী চৌধুরী রুমেল।
মঙ্গলবার(১৬ মে) বাদ আসর বুল্লা বাজার জামে মসজিদ পরিদর্শন কালে তিনি নির্মান কাজ প্রত্যক্ষ করেন এবং মসজিদ এর ত্রিতল ভবনের নির্মান কাজে ২৫ হাজার টাকা আর্থিক অনুদান ঘোষণা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুল্লাবাজার জামেমসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফারুক আহমেদ, বুল্লাবাজার ব্যকস এর সভাপতি আশিক আহমেদ রাজিব, সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরী, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাবেক মেম্বার হারুনুর রশীদ, ব্যবসায়ী মুশাহিদ আহমেদ বাবুল,আসাদুজ্জামান চৌধুরী সোনাই,বিশিষ্ট মুরুব্বি জুনাইদ মিয়া,ফারুক আহমেদসহ ব্যবসায়ীবৃন্দ।
পরিদর্শন কালে আমেরিকা প্রবাসী ওয়াসী চৌধুরী মসজিদ এর ত্রিতল ভবনের নির্মানকাজে সার্বিক আর্থিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন এবং তাৎক্ষণিক ২৫ হাজার টাকা অনুদান ঘোষণা করেন। পরে উপস্থিত মুসল্লীদের নিয়ে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জামে মসজিদ এর ইমাম মাওলানা আব্দুল বাতেন।