নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জে শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের চৌশতপুর গ্রাম থেকে বিশেষ অভিযান পরিচালনা করে ৯ জুয়ারিকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদীসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ৷
গ্রেপ্তারকৃতরা হচ্ছে,ওই গ্রামের মোঃ রাজা মিয়া(৫০), পিতা-মৃত জাহির উল্লা, তার বসতঘরে শনিবার (১৩ মে) রাত অনুমান ১১টা ৫০ মিনিটের সময় অভিযান পরিচালনা করে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় তার অপর সহযোগী ইলাছ উদ্দিন(২৬), পিতা-আঃ রহিম, আবু ছালেক মিয়া(২৮), পিতা-ধানেশ উল্লা, আব্দুস সামাদ(২৩), পিতা-আব্দুর নুর, শিপন মিয়া(২৩), পিতা- মুসা মিয়া, আলমগীর (২৯), পিতা-হান্দু মিয়া, আম্বর উদ্দিন(৩০), পিতা-তাজ উদ্দিন, সেলিম মিয়া(৩৮), পিতা-মৃত তাহের উল্লা, সবুজ মিয়া(২৯), পিতা-মৃত নুর মিয়াসহ ৯ জুয়ারিকে গ্রেপ্তার পূর্বক তাদের হেফাজত হতে জুয়া খেলার সরঞ্জাম তাস ২০৮টি এবং নগদ আট হাজার দুইশত দশ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। রবিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।