এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ই মে) সকার ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে র্যালী শেষে হল রুমে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হক এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিনিয়র নার্সের আয়োজনে
আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ’, এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের মত এবারও আজ ১২ মে পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক নার্স দিবস’। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালন করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় এবারও চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স, নার্সিং ও মিডওয়াইফারি দিবসটি পালন করছে। এছাড়াও বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন, সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটসসহ নার্সদের অন্যান্য সংগঠনও দিবসটি উপলক্ষে শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকর নার্স কর্মকর্তা কর্মচারী গণ।