শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট থেকে :
চুনারুঘাটে এক অসহায় পরিবারকে পাকা ঘরের ব্যবস্থা করে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রানীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন।
উপজেলার রাণীগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামের মরহুম আকবর হোসেনের পুত্র অসহায় মোঃ নিতু মিয়া ও তার দুই বোনকে পাকা ঘরের ব্যবস্থা করে দিয়েছেন তিনি।গত ২০ রমজানে একাধিক ফেসবুক আইডি থেকে ওই পরিবারের কষ্টে জীবনযাপন করাসহ তাদের জরাজীর্ণ ঘরের ছবি প্রকাশ হয়।
ফেসবুক মাধ্যমে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন ১০ দিনের খাবার সঙ্গে নিয়ে তাদের বাড়িতে ছুটে যান।সেখানে গিয়ে তাদের খোঁজখবর নিয়ে একটি পাকা ঘর নির্মাণ করে দেয়ার আশ্বাস প্রদান করেন এবং গত ঈদে তাদের পরিবারকে ৫০ কেজি চাল প্রদান করেন।পূর্বের দেয়া আশ্বাস অনুযায়ী ওই এলাকার বিত্তবানদের সহযোগিতায় পাকা ঘর নির্মাণের কাজ ইতোমধ্যেই শুরু করেছেন তিনি।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল বলেন সরকারীভাবে ওই ঘর নির্মাণে ২বান টিন ও নগদ ৬ হাজার টাকা দিয়ে সহযোগিতা করা হয়েছে।এ ব্যাপারে চেয়ারম্যান বলেন জনগণ আমাকে নির্বাচিত করেছেন সুখে দুঃখে তাদের পাশে থাকার জন্য।যতদিন বেঁচে আছি ততদিন জনগণের পাশে থাকতে চাই।
স্থানীয় ওয়ার্ড মেম্বার কাছুম আলীসহ ওই এলাকার লোকজন বলেন হতদরিদ্র অসহায় নিতু মিয়ার পরিবারকে পাকা ঘর করে দেয়ার মাধ্যমে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন।বৃহস্পতিবার(১১ মে) পাকা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল,রাণীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন,স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ কাছুম আলী প্রমূখ।