এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বিদ্যুৎ শর্টসার্কিটে শাহ তানজিম (১৬) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১১ই মে) সকাল ১১টায় চাটপাড়া গ্রামের ফকির বাড়িতে ঘটনাটি ঘটেছে বলে পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া যায়।
নিহত শাহ তানজিম (১৬)উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের ফকির বাড়ির শাহ ইকবাল মিয়ার ছোট ছেলে।সে স্থানীয় চাটপাড়া আইডিয়াল একাডেমির নবম শ্রেণীর ছাত্র।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,উক্ত বাড়িতে পারিবারিক ভাবে ব্যবহারের জন্য গভীর নলকূপের কাজে বিদ্যুৎ সংযোগের কাজ চলমান ছিল।
চলমান কাজের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বৈদ্যুতিক তারে থাকা কারেন্টে শাহ তানজিম (১৬) আক্রান্ত হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হাসপাতালে নিয়ে আসা হয়।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে তাকে নিহত বলে জানান।
এ বিষয় জানাজানি হলে নিহত শাহ তানজিম (১৬) এর পরিবারসহ এলাকায় শোকের ছায়া পড়ে।নিউজ লেখা মুহূর্তে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।