বাহার উদ্দিন, লাখাই :
হবিগঞ্জের লাখাইয়ে চলতি বোরো মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে খাদ্য গুদাম এ বোরোধান ও চাল সংগ্রহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ মে) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় অংশ নেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মোঃ নজির মিয়া,মৎস্য কর্মকর্তা মোঃ আবু ইউসুফ, খাদ্য গুদাম এর ওসি( এল,এস,ডি) কামনা দাস,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ বিদ জ্যোতি লাল গোপ, লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহ- সভাপতি এম,এ,ওয়াহেদ, সাদিয়া অটোরাইস মিল এর সত্ত্বাধিকারী আলমগীর তালুকদার।
সভায় জানানো হয় চলতি মৌসুমে লাখাইয়ে ৬ শত ৭ মেট্রিক টন ধান ও ২ হাজার ৩ শত৫৬ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে। ইতিমধ্যে ১ হাজার ৮২ জন কৃষক অনলাইনের মাধ্যমে খাদ্য গুদামে সরবরাহ করতে আবেদন করেছেন।
আবেদনকারীদের মধ্যে থেকে লটারির মাধ্যমে ধান- চাল প্রদানকারী বাছাই করা হবে বলে জানান। বৃহস্পতিবার (১১ মে) লাখাই খাদ্য গুদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ধান- চাল সংগ্রহ উপলক্ষে উদ্বোধন করা হবে সভায় সিদ্ধান্ত হয়।