স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জে কৃষক তোতা মিয়া হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে আরও ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আজিজুল হক এ রায় দেন।
বাদী পক্ষের আইনজীববী এডভোকেট মো. নুরুজ্জামান জানান, ২০১৪ সালের ১ আগস্ট হবিগঞ্জ সদর উপজেলার দিঘলবাগ গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন এবং তোঁতা মিয়া মারা যান।
এ ঘটনার পরদিন তোঁতা মিয়ার ছেলে আব্দুল কাইয়ুম বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শোনানি শেষে আদালত আজ এ রায় দেন।
রায় প্রদানকালে মৃত্যদণ্ডপ্রাপ্ত ৫ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে বাকিরা পলাতক রয়েছেন।