এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা বিদায় জনিত সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ই মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন,লৎফুর রহমান মহালদার প্রমুখ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এতে সদ্য বিদায়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।এসময় বিদায়ী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা সকলের প্রতি শ্রদ্ধাশীল সহযোগী মনোনিবেশ করে শিক্ষা কার্যক্রম তরান্বিত করতে পরামর্শ দেন।এবং দোয়া চেয়ে সকলের সফলতা কামনা করেন।অতিথিগণ সহ বিভিন্ন শিক্ষক শিক্ষিকাগণ উনার কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন।এবং পরবর্তী কর্মস্থলে সুস্থ ও সফল ভাবে পরিচালনা করেন প্রত্যাশা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা গণ সহ কর্মকর্তা কর্মচারী গণ।