এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৮ মে ২০২৩) বিকাল ৫ ঘটিকায় বিদ্যুৎ পাল মিলনায়তনে দিবসটি পালিত হয়।
চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।এসময় অনুষ্টানে রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ণাঢ্য জীবন দর্শন ও ইতিহাস আলোচনা করা হয়েছে। এতে সোহেল আরমানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট সরকারী কলেজের ইতিহাস বিভাগের প্রধান মোহাম্মদ রবিউল হোসেন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আব্দুস সামাদ মাষ্টার, শফিউল আলম শাহিন, নাসির উদ্দিন, রাজিব দাস, তৌফিক আহমেদ, সাদাত তালুকদার, আমিনুল ইসলাম সুজন,অনুপম দেব ঝুটন, শাওন আহমেদ,সালাম আহমেদ, আরিফুর রহমান, শুভ আহমেদ, দ্বীপ পাল, অন্তর রায় সহ আরো অনেকে। অনুষ্টানে কবিতা আবৃত্তি করেন শফিউল আলম শাহীন। রবীন্দ্রসঙ্গীত , কবিতা , নৃত্য পরিবেশন করেন সাহিত্য সংস্কৃতি পরিষদের ছাত্র ছাত্রী বৃন্দ।