এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় নবনির্মিত ব্রিজ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।
রবিবার (৭ই মে) সকালে বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও চুনারুঘাট মাধবপুর আসনের সাংসদ এডভোকেট মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উক্ত ব্রিজগুলো উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর,উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক,৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিতুর রহমান ফরাজি রুমন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী,সাংগঠনিক সম্পাদক মানিক সরকার,কৃষকলীগের সভাপতি মুজিবুর রহমান,স্থানীয় ওয়ার্ড মেম্বার নিপেন পাল প্রমুখ।
তথ্য মতে,সরকারি সফরের দ্বিতীয় দিনে স্থানীয় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের বাস্তবায়নে উক্ত ব্রিজ নির্মিত করা হয়েছে।৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক থেকে রামগজ্ঞা এলাকায় সড়ক ও ৫নং শানখলা ইউনিয়ন পরিষদের দেওন্দি বাগান বস্তি সড়কের সুতাং নদীর উপর নবনির্মিত প্রতিটি ব্রিজ একাত্তর লক্ষ টাকা করে ১ কোটি ৪২ লক্ষ টাকায় ব্রিজ দুটি নির্মিত করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বাসিন্দা ও গণমাধ্যম কর্মী গণ।