এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত পাঁচ আসামি আটক করা হয়েছে।
শনিবার (৬ই মে)দুুুপুরে আটক কৃতদেরকে বিজ্ঞ আদলতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।
জানা যায়,জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলীর দিকনির্দেশনায় ও চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ রাশেদুল হকের সার্বিক পরিচালায় এসআই (নিঃ) লিটন রায়, এ এসআই (নিঃ) উত্তম কুমার ঘোপ, এ এসআই (নিঃ)সুবীর, এ এসআই (নিঃ)আবু হান্নান, এ এসআই (নিঃ)মোফাজ্জল হোসেন এবং এএসআই(নিঃ) মনির হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার করে ওয়ারেন্টভূক্ত জিআর সাজা আসামী আবু ছায়েদ, পিতা মৃত আব্দুল গনি, সাং- কাছিশাইল ওয়ারেন্টভূক্ত জিআর” আসামী যথাক্রমে, শিপন মিয়া, পিতা ছমদ মিয়া, সাং- ক্রসরোড পৌরসভা, সোহাগ মিয়া প্রকাশ সোহাগ(২২), পিতা তাজুল, সাং- ইকরতলী এবং ওয়ারেন্টভূক্ত “সিআর” আসামী যথাক্রমে সুজন মিয়া, পিতা রুমন আলী, সাং- শ্রীরামপুর, আব্দুল মালেক রাব্বী, পিতা আব্দুল কাদির, সাং-কালামন্ডল সর্ব থানা-চুনারুঘাট, জেলা- হবিগঞ্জদেরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এবিষয় চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ রাশেদুল হক গণমাধ্যম কে তথ্য নিশ্চিত করেন।এবং উক্ত অভিযান চলমান থাকবে বলে জানান।