বিনোদন ডেস্ক : প্রায় চার বছর প্রেম করার পর ২০০৭ সালে ব্রেকআপ হয় শাহেদ কাপুর আর করিনা কাপুরের। পরে কারিনা বলিউড অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করে রাজ পরিবারের সদস্য হয়ে জান। কারিনা কাপরি খান ঘোষণা দেন কোনো দিন আর শহিদের সঙ্গে একই ছবিতে অভিনয় করবেন না।
অথচ এ জুটির ‘জব উই মেট’ এ রোম্যান্টিক কেমিস্ট্রি আর বক্স অফিস কালেকশন দেখে অনেক পরিচালকই তাদের একসঙ্গে চেয়েছেন। কিন্তু শহিদ নরম হলেও গরম কারিনার জন্য তা সম্ভব হয়নি।
এবার অবশ্য শোনা যাচ্ছে বিশাল ভরত্বাজ সেই অসাধ্য সাধন করতে চলেছেন। তার পরবর্তী ছবি ‘উড়তা পাঞ্জাব’ এ নাকি শহিদ আর করিনাকে একসঙ্গে দেখা যাবে! তবে প্রেমিক-প্রেমিকার চরিত্রে তাদের দেখা যাবে না। ছবিতে শহিদের প্রেমিকা হবেন আলিয়া ভাট। অবশ্য করিনার চরিত্র কী হবে তা এখনো জানাননি বিশাল।