বানিয়াচং প্রতিনিধি:
বানিয়াচং উপজেলার ২নম্বর ইউনিয়নের মোহরের পাড়া থেকে চুরি হওয়া একটি গাভীর মাংস ও চামড়া আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ বঙ্গজ এলাকা থেকে উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ।
এঘটনায় গাভীটির মালিক নাসিম মিয়া বাদী হয়ে শনিবার
( ৬ মে) বানিয়াচং থানায় ৭ জনের নাম উল্লেখসহ ৩ /৪ অজ্ঞাত কে আসামি করে মামলা দায়ের করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়,২৭ এপ্রিল বৃহস্পতিবার রাতে মোহরের পাড়ার নাসিম মিয়ার বাড়ি হইতে ন্যাড়া লাল রঙের একটি দুগ্ধবতী গাভী চুরি হয়ে যায়।
পরবর্তীতে খোঁজাখুজির পর জৈনক ব্যাক্তির মাধ্যমে খবর আসে আজমিরীগঞ্জ পশ্চিমবাগ গ্রামে ওই গাভীটি রয়েছে।খবর পেয়ে সেখানে ছুটে যান গাভীর মালিক নাসিম মিয়া।এর পূর্বে সেখানে স্থানীয় চেয়ারম্যান নলিউর রহমান জবাইকৃত গাভীটির মাংস ও চামড়া আটক করে শিবপাশা পুলিশ ফাঁড়িতে খবর দিলে ফাড়ির ইনচার্জ আলমগীর কবির জবাইকৃত গাভীর মাংস ও চামড়া স্থানীয় নয়ন গংদের কাছ থেকে উদ্ধার করেন।তবে ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার করা হয়নি।পরে বানিয়াচং থানা পুলিশ গিয়ে গরুর মাংস ও চামড়া উদ্ধার করে নিয়ে আসেন।
চেয়ারম্যান নলিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,খবর পেয়ে পুলিশ এবং গাভীর মালিককে খবর দেই।
আমার ইউনিয়নে যেন কোন প্রকার চুরি,ছিনতাই, বৃদ্ধি না পায় সেদিকে পুলিশকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানাচ্ছি।
এবিষয়ে শিবপাশা ফাঁড়ির ইনচার্জ আলমগীর কবির কে মোবাইল ফোনে যোগাযোগ করে মোবাইল বন্ধ পাওয়া যায়।