সৈয়দ আখলাক উদ্দিন মনসুর :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী জগদীশপুর গ্রামের দেওয়ান বাড়ির নিবাসী ন্যাশনাল টি কোম্পানি ( এন টি সি চা বাগান ) এর ম্যানেজার দেওয়ান সৈয়দ বাহা উদ্দিন লিটন ও দেওয়ান নিজাম উদ্দিন মান্নার মমতাময়ী মাতা এবং মরহুম দেওয়ান আশরাফ উদ্দিন আহমেদ সহধর্মিণী সৈয়দা রহিমা আক্তার শনিবার ( ৬ মে ) বিকাল ৫ টায় সিলেট প্রাইভেট হাসপাতালে বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরুণ করেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল প্রায় ৮২ বছর। মরহুমা মৃত্যু কালে ৪ ছেলে ৪ মেয়ে,নাত- নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন ।
মরহুমা তরফ রাজ্য বিজয়ী সিপাহী সালার হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন ( রহঃ ) উওোসুরী বংশধর এবং একজন সাদা মনের ধার্মিক নারী ছিলেন ।
হঠাৎ মরহুমার মৃত্যু খবর শুনে এলাকার শত শত নারী – পুরুষ ও দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য আত্মীয় স্বজন বাড়িতে এসে তাঁকে এক নজর দেখার জন্য অনেকেই কান্নায় ভেঙে পড়ে এবং আবার কেউ মরহুমা পাশে কোরআন তেলাওয়াত পড়ছে ।
মরহুমার জানাজা নামাজ রবিবার ( ৭ মে ) সকাল ১০ টায় ঐতিহ্য বাহী চারাভাঙ্গা গ্রামের সাহেব বাড়ীতে অনুষ্ঠিত হবে ।
মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেন মাধবপুর – ৪ আসনের সংসদ সদস্য , বিমান ও পর্যটক প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী, মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শাহজাহান , শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , শায়েস্তাগঞ্জ উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী ।