নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক সাবিনা আলম।
শনিবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক সাবিনা আলম বলেন, মিডিয়া হচ্ছে সমাজের দর্পণ। একটি প্রতিবেদনের মাধ্যমে অনেকে ওপরে তোলা যায়। আবার নেতিবাচক একটি প্রতিবেদনের মাধ্যমে ধ্বংস করে দেওয়া যায়।
সভায় বক্তব্য দেন- হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বর্তমান সভাপতি শোয়েব চৌধুরী, দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান, হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, স্বদেশবার্তা সম্পাদক ইসমাইল হোসেন, প্রতিদিনের বাণী সম্পাদক শাবান মিয়া, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি রুহুল হাসান শরীফ, মোহাম্মদ নাহিজ, তরফবার্তা সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নির্মল ভট্টাচার্য রিংকু প্রমুখ।
উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিলীপ কুমার বণিক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিউল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন প্রমুখ।