বাহুবল প্রতিনিধি :
বাহুবল কলেজে দাখিল পরিক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শক এক শিক্ষিকাকে বরখাস্ত ও কেন্দ্র সচিবকে শো-কজ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মহুয়া শারমিন ফাতেমা। বুধবার দুপুরে কেন্দ্র পরিদর্শনকালে এ পদক্ষেপ গ্রহণ করেন তিনি।
বরখাস্ত শিক্ষিকা হলেন বাহুবল কলেজে দাখিল পরিক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শক হাফিজপুর মহিলা দাখিল মাদ্রাসা শিক্ষক চম্পা বেগম। ওই শিক্ষিকা বিধি লঙ্ঘন করে কেন্দ্রের ভিতর মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় তাকে বরখাস্ত করা হয় এবং এ ঘটনায় অবহেলার কারণে শোকজ করা হয় মিরপুর দাখিল মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা আলাউদ্দিনকে।
উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।