সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা অলিপুর এলাকায় প্রাণ আর এফ এল কোম্পানি গেইটের সামন থেকে থানা বিশেষ অভিযান করে পরিত্যক্ত টমটম থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায় বুধবার (৩ মে)বিকাল সাড়ে ৪ টায় শায়েস্তাগঞ্জ উপজেলা ব্রাহ্মডুড়া ইউনিয়নে অলিপুর এলাকায় মহাসড়কে পাশে প্রাণ আর এফ এল কোম্পানি গেইটের সামন থেকে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হক কামাল সহ একটি টিম গোপন সংবাদের ভিওিতে পরিত্যক্ত অটোরিক্সা টমটম এর পেছনের যাত্রী বসার সীটের নীচে পরিচালনা করে একটি বেগের ভেতরে পেকেট করানো অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ । পুলিশের ধারনা অটোরিক্সা টমটম চালক যাএী নিয়ে অলিপুর এলাকায় প্রাণ আর এফ এল কোম্পানি গেইটে সামনে এসে যাত্রী নেমে পড়ে চলে যায় গাঁজা পেকেট ফেলে।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হক কামাল এ প্রতিনিধিকে বলেন , শায়েস্তাগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অলিপুর এলাকায় মাদকের ছড়াছড়ি হলেও যে কোনো মূল্যে মাদক আমরা নির্মল করতে চাই।