নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) এর সদস্যরা বিপুল পরিমান হুন্ডির টাকা আটক করেছে।
শনিবার(২৯ এপ্রিল) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিজিবি ২৫ সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরমান আরিফ চৌধুরী জানান, শুক্রবার (২৮ এপ্রিল) ধর্মঘর বিওপির একদল বিজিবি সদস্য দুপুরে উপজেলার আলীনগর এলাকায় সন্দেহ জনক চোরাকারবারীকে ধাওয়া করলে উক্ত ব্যক্তি গাঁজা সদৃশ্য একটি পোটলা ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে উল্লেখিত পটলা থেকে ০৭ বান্ডিল টাকা পাওয়া যায়, যার পরিমান ১৮ লাখ টাকা। ধারণা করা হচ্ছে উক্ত টাকা হুন্ডির কাজে ভারত হতে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। উক্ত টাকা মাধবপুর থানায় এজাহারভূক্ত করে ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাচালানকৃত মালামালসহ মাদকদ্রব্য যাতে বাংলাদেশে না প্রবেশ করতে পারে সে জন্য সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও বিজিবি’র বিশেষ অভিযান নিয়মিত চলছে এবং তা অব্যাহত থাকবে।