নিজস্ব প্রতিবেদক :
পুটিজুরী ইউনিয়নের উত্তর ভবানীপুর পয়রাটিলা আশ্রায়ণ প্রকল্পে এক ভয়াবহ অগ্নীকান্ড সংঘটিত হয়েছে। এতে ১০ টি ঘর পুরোই পুড়ে ছাই হয়ে যায়।
বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে হঠাৎ আগুনের সুত্রপাত ঘটে। নিমিষেই আগুনের লেলিহান শিখা পুরো এরিয়ায় ছড়িয়ে পড়ে। ধারনা করা হচ্ছে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌচে এলাকাবাসির সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসিলেও ১০ টি ঘরের এক টুকরো মালামালও বাঁচানো সম্ভব হয়নাই।
আশ্রায়ণ প্রকল্পে বসবাসকারী দরিদ্র মানুষগুলো তাদের ঘরের ভিতর থাকা সকল মালামালগুলো পুড়ে ছাই হয়ে যাওয়ার কারনে পাগলপ্রায় হয়ে যায়। তাৎক্ষনিক পুটিজুরী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুদ্দত আলী ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে শান্তনা প্রদানসহ তার ব্যাক্তিগত পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৫টি করে শাড়ি লুঙ্গি এবং খাদ্য সামগ্রী বিতরণ করেন, এবং যত দ্রুত সম্ভব পুড়ে যাওয়া ঘরগুলো নতুন করে নির্মানের আশ্বাস প্রদান করেন।