লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে থানা পুলিশের পৃথক অভিযানে ৪ নারী সহ ৭ আসামীকেগ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাকৃতরা হলেন রোজিনা আক্তার, ফাতেমা বেগম,হোসনা খাতুন,পারুল বেগম, লিটন মিয়া, জুনাইদ মিয়া, জুটন মিয়া। গ্রেপ্তারকৃত আসামীদেরকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
লাখাই থানা পুলিশ সুত্রে জানা যায় মঙ্গলবার(২৫ এপ্রিল) দিবাগত রাতে লাখাই থানার ওসি (তদন্ত) চম্পক দাম সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার মোড়াকরি ইউনিয়নের লক্ষীপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ এ্যাসল্ট মামলার ৪ নারী আসামীকে গ্রেপ্তার করে।
অপর এক অভিযানে একইদিন দিবাগত রাতে উপ- পরিদর্শক(এস আই) ফারুক খন্দকার , উপপরিদর্শক (এস আই) জহির আলী ও উপপরিদর্শক (এস আই) বিপুল চন্দ্র দেবনাথ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে বামৈ ইউনিয়ন এর ভাদিকারা গ্রামের নারী শিশু নির্যাতন মামলার পলাতক জমশর আলীর ছেলে মোঃ লিটন মিয়া, বামৈ (মারুগাছ) গ্রামের মারাজ মিয়ার ছেলে জুনাইদ মিয়া ও বুল্লা ইউনিয়ন এর পূর্ব বুল্লা গ্রামের মৃত আজম আলীর ছেলে জুটন মিয়াকে গ্রেপ্তার করে।
আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ নুনু মিয়া।