আকিকুর রহমান রুমন:-
হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি’র নির্দেশে এই অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
১৮ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত তিনদিন ব্যাপী উপজেলার কুশিয়ারতলা,মশাকলি,নোয়াপাথারিয়া,বক্তারপুর,বড় আব্দা,ঢালিমহল্লা সহ বিভিন্ন গ্রামে সাম্প্রতিককালের দাঙা-হাঙামার প্রেক্ষিতে অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ কুমার দে’র নেতৃত্বে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব,পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ আবু হানিফ,এসআই সন্তুষ,এসআই জসিম উদ্দিনসহ তাদের অন্যান্য সঙীয় অফিসার হবিগঞ্জ ও বানিয়াচং থানার ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে সহস্রাধিক ফিকল,টেটা, বল্লম,দেশীয়ভাবে তেরী ঢাল,কুচার শলা,র্তীর, ইট-পাথর,দা,লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)অজয় চন্দ্র দেব বলেন,দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধ কল্পে বানিয়াচং থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রয়োজনে এই অভিযান কঠোর থেকে কঠোর করা হবে।কাউকে কোন ধরনের প্রশ্রয় দেওয়া হবে না।