স্টাফ রিপোর্টারঃ
শায়েস্তাগঞ্জ পুরান বাজার টু লস্করপুর টমটম শ্রমিক ও মালিক সমিতির পক্ষ থেকে ৫০ জন টমটম শ্রমিকের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শুক্রবার রাত ১০ টায় শায়েস্তাগঞ্জ পুরানবাজারে টমটম শ্রমিক ও মালিক সমিতির কার্যালয়ে টমটম শ্রমিক ও মালিক সমিতির সভাপতি হেলাল আহমেদ (সাবেক মেম্বার) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসানের সঞ্চালনায় নগদ অর্থ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন কাজল।
আরও উপস্থিত ছিলেন টমটম শ্রমিকও মালিক সমিতির
সহ-সভাপতি ছুবান মিয়া, কামাল মিয়া, ফারুক মিয়া, হাফিজুর রহমান, আইয়ুব আলী, হামদুল হক, আব্দুল আউয়াল, ফারুক মিয়া ও বাচ্চু মিয়া প্রমুখ।