স্টাফ রিপোর্টার ॥
পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
বুধবার বেলা ১২ টায় তিনি ঈদগাহে যান। এ সময় হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরীর উপস্থিতিতে কেন্দ্রীয় ঈদগাহে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ চলছিল।
জেলা প্রশাসক ঈদগাহে আসন্ন ঈদের জামাত উপলক্ষে প্রস্ততি কাজের বিভিন্ন দিক ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাদিকুর রহমানসহ অন্যন্য কর্মকর্তাবৃন্দ।