এফ এম খন্দকার মায়া :-
পবিত্র রহমত নাজাত মাগফিরাতের মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে শায়েস্তাগঞ্জ থানার পক্ষ থেকে হাফেজ আল আমিন সাঈফি কে সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ এপ্রিল)রাতে শায়েস্তাগঞ্জ মডেল থানায় অফিসার ইনচার্জ নাজমুল হক কামাল হাফেজ আল আমিন সাঈফীর হাতে সম্মাননা (হাদিয়া) তুলে দেন।
উল্লেখ্য,দীর্ঘ সাত বছর যাবত পবিত্র রমজান মাসে শায়েস্তাগঞ্জ থানায় তারাবির নামাজ পড়াচ্ছেন হাফেজ মাওলানা আল আমিন সাঈফী।
এবিষয়ে অফিসার ইনচার্জ নাজমুল হক কামাল জানান, আমাদের ইমাম হাফেজ আল আমিন সাঈফী সাহেব অত্যন্ত সুন্দর এবং সুরুলিত কন্ঠে যথা সময়ে নামাজ পড়িয়েছেন। উনার কোরআন তেলাওয়াতে মনমুগ্ধকর হয়েছে। থানার সকল সদস্যরা উনার আদব আখলাক মনোমুগ্ধকর। তাই উনাকে শায়েস্তাগঞ্জ থানার পক্ষ থেকে সম্মানের সাথে হাদিয়া প্রদান করেছি।এই সময় আরো উপস্থিত ছিলেন এস আই আবেদ,এস আই সিদ্দিক, এস আই কবির সহ মুসল্লীগণ।