নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৭ই এপ্রিল সোমবার সকাল ১১ টায় শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুল নাঈমের সভাপতিত্বে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
ঐতিহাসিক এই দিবসটিতে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ মুজিবুর রহমান, আব্দুল্লাহ সরদার, জালাল উদ্দিন রুমি, মামুন চৌধুরী, ও উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ।