শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ
শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণকারি শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৫ এপ্রিল শনিবার বিকাল ৩টায় স্কুল হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যান ট্যাষ্টের সভাপতি মাওলানা মোহাম্মদ খুর্শেদ আলীর সভাপতিত্বে ও মোঃ আব্দুর রকিবের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ নুরুল হক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গাজিউর রহমান এমরান, বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যান ট্যাষ্টের সাবেক সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসি মোঃ আমির ফারুক তালুকদার।
এ ছাড়া আরো বক্তব্য রাখেন ট্যাষ্টের সহসভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আব্দুস সহিদ, সম্মানিত সদস্য ডাক্তার শামসুর রহমান, তাজুল ইসলাম লাল, এম এ কবির প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী মোঃ মাজহারুল ইসলাম।
বক্তব্য রাখেন ১০ম শ্রেণির শিক্ষার্থী মোঃ মাশরুরুর রহমান,সৈয়দা উম্মে সালমা অর্পা,শেখ ইশরাত জাহান উষা।