শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট থেকে :
এসো হে বৈশাখ এসো। বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। পুরোনো জরা-জীর্ণতা সব মুছে নতুনকে বরণ করে নিতে শুরু হলো বাংলা নববর্ষ ১৪৩০।
নতুনকে প্রাণে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার(১৪ এপ্রিল) বেলা ১১টায় বাংলা নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাঙালির বড় পার্বণ নতুন এ বছরকে বরণ করে নিতে চুনারুঘাট জুড়ে চলে নানা আয়োজন। ভোরের সূর্য উঠার সঙ্গে সঙ্গে চুনারুঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গনে শুরু হয় বর্ষ বরণের বর্ণাঢ্য অনুষ্ঠান। একে অন্যকে শুভেচ্ছা আর শুভ কামনা জানাতে সকলে ছুটে আসেন এ অনুষ্ঠানে।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট মাহবুব আলী এমপি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে চুনারুঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন।
মন্ত্রীর উপস্থিতিতে উৎসবের আমেজ বহু গুণে বেড়ে যায়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে চুনারুঘাটে নামে মানুষের ঢল। নানা কারুকাজে বাঙালিয়ানার ছাপে লাল পাড়ের সাদা শাড়ি পরে বের হয় তরুণীরা।উৎসবের পোশাকে প্রিয়জনের হাতে হাত ধরে বর্ষবরণে শামিল হওয়া মানুষের স্রোত চোখে পড়েছে পুরো চুনারুঘাটে।
পবিত্র মাহে রমজান মাস হওয়ায় পান্তা ভাত আর ইলিশ খাওয়া না হলে ও প্রতিবছরের ন্যায় দুপুর ১২টায় শুরু হয় মঙ্গল শোভাযাত্রা।শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিমান প্রতিমন্ত্রী।শোভাযাত্রা চলাকালীন সময় মাথায় কৃষকের ছাতা দেয়াসহ বিভিন্ন ভাবে বাংলার পুরোনো ঐতিহ্য তুলে ধরা হয়। শোভাযাত্রাটি চুনারুঘাট উপজেলা প্রাঙ্গন থেকে বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।
এছাড়াও বাদ জুমা দেওরগাছ ইউনিয়নের অগ্রণী উচ্চ বিদ্যালয়ের “পহেলা বৈশাখ” অসাম্প্রদায়িক চেতনা ও বঙ্গবন্ধু ” সম্পর্কে রচনা প্রতিযোগিতা অংশগ্রণ করেন প্রতিমন্ত্রী।রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিমন্ত্রীর নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থী শঙ্খমিতা নাহা (পৃথুলা)।অনুষ্ঠান চলাকালীন সময়ে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিমান প্রতিমন্ত্রী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেইন জিতু,সাধারন সম্পাদক মোঃ আনোয়ার আলী,থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল হক,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজান সামী,সাধারণ সম্পাদক মোঃ সায়েম তালুকদার প্রমুখ।দিনশেষে সন্ধ্যায় মিরাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক সরকারের বাড়িতে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি।