বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাই থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে সন্দেহ ভাজন সহ নিয়মিত মামলার ৮ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে।
আটককৃতরা হলেন নবী হোসেন, সাইদুল ইসলাম, রায়হান, ফয়সল,আহাদ আলী, আরিফুল ইসলাম, রাজন মিয়া, ও আজাদ।
লাখাই থানার পুলিশ সুত্রে জানা যায় বুধবার (১২ এপ্রিল) দিবাগত রাতে উপপরিদর্শক (এস আই) বিপুল চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে বামৈ পশ্চিম গ্রামের মৃত গুলজার মিয়ার ছেলে নবী হোসেন (৬৫) এবং উপপরিদর্শক ( এস আই) শৈলেশ চন্দ্র দাস বুধবার দিবাগত রাতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার নির্দেশে গোপন সংবাদের ভিওিতে লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের ইট ভাটা এলাকায় সন্দেহ জনক ঘুরাঘুরি করতেছে সংবাদের ভিওিতে সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে মোড়াকরি গ্রামের মৃত কাশেম এর ছেলে সাইদুল ইসলাম (৬০), বাদশা মিয়ার ছেলে রায়হান (২১), আলাই মিয়াড ছেলে ফয়সাল(২১), মৃত মুইধর মিয়ার ছেলে আহাদ আলী (৫২), দুলাল মিয়ার ছেলে আরিফুল ইসলাম (২০), সাওয়াল মিয়ার ছেলে রাজন মিয়া (১৯) ও রাসেল মিয়ার ছেলে আজাদ মিয়া (৩৫) কে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃত আসামীদের কে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও/সি) মোহাম্মদ নুনু মিয়া।