স্টাফ রিপোর্টার ॥
সরকারি যাকাত ফান্ড থেকে গরীব ও দুঃস্থদের মাঝে যাকাতের চেক বিতরণ করা হয়েছে। গতকাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মোঃ মাহবুব আলী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ আলমগীর চৌধুরী, প্রমুখ।
এতে মাধবপুর, চুনারুঘাট ও বাহুবল উপজেলার ৪২ জনকে যাকাত এর চেক প্রদান করা হয়।