আলমগীর কবির, মাধবপুর প্রতিনিধি:
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)-এর অর্থায়নে হবিগঞ্জ মাধবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিক বেঞ্চ বিতরণ করা হয়।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের হল রুমে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান ও উপজেলা নিবার্হী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে এসব উপকরণ বিতরণ করা হয়।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) অর্থায়নে প্রায় ৩২ লক্ষ ৪০ হাজার টাকায় উপজেলা পরিষদের মাধ্যমে ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪৩২ জোড়া প্লাস্টিক বেঞ্চ বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুফিয়া আক্তার হেলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত )দীজেন্দ্র চন্দ্র আচার্য, উপজেলা প্রকৌশলী শাহ আলম, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিমসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।