বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষে ঘটনায় ১৪ জন আহত হয়েছে মর্মে খবর পাওয়া গেছে।
আহতরা হলেন – শিজিল মিয়া(৪০), আব্দুল্লাহ মিয়া(৩৩), জসিম মিয়া (৩৭), রাহেনা খাতুন(৪০), শিরিন আক্তার (১৭), সায়েরা খাতুন (৪০), মিরজান মিয়া(২০), লাদেন (২১), বোরহান (২০), কালাম(৩০), মনির(১৮), ফারুক মিয়া (২৫) ও রোমান মিয়া(২১) ।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় সোমবার (১০ এপ্রিল)দুপুরে ইফতার সামগ্রী নিয়ে মুড়িয়াউক গ্রামের আবু কালাম ও আবু মুছার লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরই কেন্দ্র করে বিকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এ ঘটনায় নারী পুরুষ সহ ১৪ জন আহতের ঘটনা ঘটে।
সংঘর্ষের সংবাদ পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুনু মিয়া, ওসি তদন্ত চম্পক দাম,উপপরিদর্শক ( এস আই) দেবাশিষ তালুকদার, উপপরিদর্শক ( এস আই) মিজানুল হক সহ একদল পুলিশ ঘটনা স্হলে পৌছে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনে।
পরে আহতদেরকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক আহতদের চিকিৎসা সেবা প্রদান করেন।