বাহুবল প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবল উপজেলার মধুপুর চা বাগানে মিনা উড়াং (৩২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মিনা উড়াং ওই বাগানের ভীমশী টিলার মৃত ইন্দ্রজিৎ উড়াং এর ছেলে রাজু উড়াং এর স্ত্রী। সোমবার (১০ এপ্রিল) দুপুরে স্বামীর নিজ গৃহে মিনা উড়ালের মৃত্যু হয়।
মিনার বোন অনতা উড়াং জানান, তার বোন অসুস্থ না সুস্থ জানেনা। তবে সকাল ১১ টায় তাকে বোনের স্বামীর পরিবারের লোকজন খবর দিলে গিয়ে দেখে বোন কথা বলে না। মিনার বাবার বাড়ি চুনারুঘাটের আমু চা বাগানে। সে ওই বাগানের দুর্গা উড়ং এর মেয়ে।
দুপুরে পরিবারের লোকজন মিনা উড়াংকে অচেতন অবস্থায় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশ হেফাজতে নেয়। রাত ৮ টায় রিপোর্ট লেখাকালে ঘটনা সম্পর্কে স্বামী সহ পরিবারের লোকদেরকে পুলিশ জিজ্ঞসাবাদ করছিল।
এ ব্যাপারে থানার এসআই বাশার জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে।