শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
শায়েস্তাগঞ্জ উপজেলার সম্মানিত ব্যবসায়ীবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ফজল উদ্দিন তালুকদার কে সভাপতি, ইসহাক আলী সেবনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
৯ এপ্রিল রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের এডভোকেট মোঃ আবু জাহির এমপি অডিটোরিয়ামে শায়েস্তাগঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন এর আহবায়ক মাওলানা আব্দুস শহীদ সাহেবের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়ন, নুরপুর ইউনিয়ন, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ও শায়েস্তাগঞ্জ পৌরসভার অন্তর্গত সম্মানিত ব্যবসায়ী বৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শায়েস্তাগঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির আহবায়ক মাওলানা আবদুস শহীদ তার বক্তব্যে বলেন, বিগত ১৬ মার্চ ২০২৩ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে শায়েস্তাগঞ্জ উপজেলার সম্মানিত ব্যবসায়ীদের পরামর্শ ক্রমে সকলের সর্বসম্মতিতে শায়েস্তাগঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সেই সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আমাকে আহ্বায়ক করে প্রত্যেক বাজারের সম্মানিত সভাপতি ও সম্পাদক বৃন্দকে পদাধিকার বলে সদস্য করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দায়িত্ব দেয়া হয় আগামী ৯০ দিনের ভিতরে সংগঠন টির গঠনতন্ত্র ,সাংবিধানিক রূপরেখা, বাজারভিত্তিক ব্যবসায়ী কমিটি বৃন্দের পরামর্শের ভিত্তিতে এবং ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রক্ষা করে সদস্য সংগ্রহ সহ পূর্ণাঙ্গ সংগঠনের সাংগঠনিক রূপরেখা দাঁড় করানোর দায়িত্ব দেয়া হয়।
এরই ধারাবাহিকতায় আমি সম্মানিত আহবায়ক সদস্যবৃন্দদেরকে নিয়ে কার্যক্রম শুরু করি। যেহেতু মার্চেন্টস অ্যাসোসিয়েশন হবে সেহেতু এর ব্যবসায়িক ক্যাটাগরি নির্ধারণ সহ বিষয়টি একটি দীর্ঘ প্রক্রিয়ার হওয়ায় আমরা সকলের সম্মতিক্রমে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করি। আজ আপনাদের উপস্থিতিতে সেই কমিটির রূপরেখা উপস্থাপন করলাম।
সভাপতি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ফজল উদ্দিন তালুকদার , সাধারণ সম্পাদক হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ইসাক আলী সেবন এর নাম ঘোষণা করছি।কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করছি,পরবর্তীতে সেই কমিটি একটি পূর্ণাঙ্গ রূপরেখা দাঁড় করাবেন এমন প্রত্যয়ে আজ আমরা কমিটি ঘোষণা করছি এবং তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করছি। আমি বিশ্বাস করি সম্মানিত প্রকৃত ব্যবসায়ীবৃন্দের যথাযত মূল্যায়ন পূর্বক তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়কে গুরুত্বের সাথে বিবেচনায় এনে , নেতা হওয়া নয় বরং,পুরো উপজেলার সকল ব্যবসায়ীকে একই ছাদের নিচে নিয়ে বসবাস করাই মুখ্য উদ্দেশ্য।
উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা হিসেবে অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি মহোদয়, উপজেলার সম্মানিত চেয়ারম্যান, আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌরসভার সম্মানীয় মেয়র ফরিদ আহমদ অলি,ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, ইউনিয়নের সম্মানীয় চেয়ারম্যান মহোদয়গণ সহ নির্বাচিত সকল জনপ্রতিনিধিদের পদাধিকার বলে সংগঠনের উপদেষ্টা হিসেবে রাখবার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
একই সাথে উপজেলার বয়োজ্যেষ্ঠ মুরব্বিগণকে এই সংগঠনের উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন যথাক্রমে, আবুল কাশেম শিবলু,কাউন্সিলর এম এ জলিল, আব্দুল মুকিত, আজিজুর রহমান ফয়সাল,সুশান্ত পাল চৌধুরী, গোলাম মুক্তাদির চৌধুরী, মোঃ জামাল উদ্দিন সরদার, মোঃ খলিলুর রহমান, তানভির সিফাত উল্লাহ, মোহাম্মদ নিজামুল ইসলাম বেলাল, মোহাম্মদ আজিজুর রহমান মাসুদ, মোহাম্মদ শফিকুর রহমান, হাজী আব্দুল নূর, মোঃ কামরুল হাসান রিপন, শেখ মোঃ আব্দুল্লাহ, আব্দুল মান্নান, মোহাম্মদ ফজলুল করিম মেম্বার, আব্দুল জব্বার তালুকদার মুরাদ, মোহাম্মদ লুৎফুর রহমান তাহের, মোহাম্মদ মনিরুল ইসলাম রানা, রাহাত মইনুদ্দিন মুন্না, সৈয়দ ইকবাল হোসেন, মোহাম্মদ মোজাম্মেল হক, মোহাম্মদ আলী সোহেল, নাজমুল, মোহাম্মদ কদর আলী, মোঃ আবু তাহের তালুকদার, মোঃ শফিক মাস্টার, মোহাম্মদ মিজানুর রহমান, হাজী মোহাম্মদ মতিউর রহমান, শংকর চন্দ্র দেব, মোঃ তাহের মিয়া, বশির আহমেদ সীতার, তাহির মিয়া, মোঃ জুনায়েদ মিয়া, মোঃ আমিরুল ইসলাম চৌধুরী, মোঃ আবু সাইদ, মোঃ শাহরাজ মিয়া, মহিউদ্দিন সোহাগ, মোঃ শামসুল ইসলাম শামীম, মোঃ মনির হোসেন, মোহাম্মদ কামরুল ইসলাম তালুকদার, উজ্জল মিয়া, মোঃ শাহিন মিয়া, মোহাম্মদ আজমল আলী শিহাব, শেখ ইয়াহিয়া রহমান ইকবাল, জহিরুল ইসলাম সুজন, সুমন মিয়া, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ কাউসার মিয়া, মোঃ সবুজ আলম, শেখ ইমরান উল্লাহ, মদ রুহুল আমিন মোঃ আব্দুল মতিন মোঃ কদর আলী মোঃ আরিফ খান মোহাম্মদ ইসআক আলী সেবন, মোঃ ফজল উদ্দিন তালুকদার, মোঃ নুরুল ইসলাম তালুকদার, মোহাম্মদ লুৎফুর রহমান বাবুল মোঃ আব্দুর রহিম অসিত রঞ্জন দাস মোঃ আবু তাহের মোঃ আব্দুল সালাম মোঃ মাহবুব আলী মোঃ নুরুল ইসলাম সরদার শ্রীযুক্ত দ্বিজেন্দ্রলাল দত্ত জাহির মিয়া বাচ্চু মিয়া মোঃ ওয়াসিম মোঃ মামুন মিয়া মফিজুর রহমান ফয়েজ মোঃ রুবেল মিয়া প্রমূখ।