মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি:
ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহপুর নতুন বাজার সিলিন্ডার ভর্তি পিকআপের ধাক্কায় ইসলাম উদ্দিন (৭০)নিহত হয়েছেন। মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের মৃত ফকির চানের ছেলে।
বোববার বিকালে এঘটনা ঘটে।মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান রোববার বিকাল ৪টার দিকে সিলেটগামী গ্যাস সিলিন্ডার ভর্তি অজ্ঞাতনামা পিকআপ গাড়ি পথচারী ইসলাম উদ্দিন কে ধাক্কা মেরে চলে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে মাধবপুর উপজেলা হাসপাতালে আনা হলে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধা ইসমাইল কে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন।
হবিগঞ্জ সদর হাসপাতালে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সন্ধ্যা অনুমান ৭.০০ ঘটিকার সময় মৃত ঘোষণা করেন।