এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) বিকাল ৩টায় পদক্ষেপ গণ পাঠাগার ভবনে অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব মোস্তফা মোরশেদ এর সভাপতিত্বে ও পদক্ষেপ গণ পাঠাগারের সাধারণ সম্পাদক ও বাহুবল উপজেলা পোস্ট মাস্টার এস এম মিজান এর সঞ্চালনায় উক্ত সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলায় আলোর বাতিঘর খ্যাত পদক্ষেপ গণ পাঠাগারের উদ্যোগে সরকারি মেডিকেল বিশ্ব বিদ্যালয়ে ভর্তি সুযোগ প্রাপ্ত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও রংপুর মেডিকেল কলেজর শিক্ষার্থী শিহাব খান ও সৃষ্টি রাণী সরকার কে সংবর্ধনাসহ চুনারুঘাট সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক আনিছুর রহমান, হিসাব বিজ্ঞানের প্রভাষক সাইদুর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক মহিবুর রহমান,চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার দেব,
দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রকিবুল হাসান চৌধুরী,সুলতানা ম্যাডামগণের সাথে পাঠক সদস্য,কমিটির নেতৃবৃন্দের পাঠাগারে বসে বই পড়ার আনন্দ বিষয়ে ও ছাত্রছাত্রীদের মোবাইলে আসক্ত প্রতিরোধ,পাঠ্যবইয়ের সাথে পাঠাগারের বিভিন্ন আলোকের বই পড়তে পাঠাগার মুখী করার বিষয় মতবিনিময় করা হয়।
মতবিনিময় ও সংবর্ধনা শেষে নবগঠিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের পরিচয় পর্ব, ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে।