এফ এম খন্দকার মায়া :
হবিগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।
এতে হবিগঞ্জ জেলা ডেপুটি সিভিল সার্জন ডা.মুখলিছুর রহমান উজ্জ্বল এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এমবিবিএস ডাক্তারগণ ও ইউএইচএফপিও,এমওসিএস এবং এমওডিসি, সিএসগণ,সেবা সংস্থার কো অডিনেটর খালিদ হাসান সহ বি়ভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিগণ।
এসময় উপস্থিতিতগণ বলেন, স্বাস্থ্য সচেতনতার প্রসার ও সকলকে সুস্থ স্বাস্থ্য পরিসেবা প্রদান করার বিষয়টি সুনিশ্চিত করার জন্য এই দিনটি পালন হয়ে আসছে। সবার জন্য স্বাস্থ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা তৈরির ক্ষেত্রে এ দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া গত ১৪ বছরে আমাদের দেশের স্বাস্থ্য সেবারমান অনেক উন্নত হয়েছে। সাধারণ মানুষের ঘরের কাছে পৌঁছে গেছে স্বাস্থ্য সেবা।