নিজস্ব প্রতিবেদক :
শায়েস্তাগঞ্জ উদয়ন আবাসিক এলাকার ঐতিহ্যবাহি সংগঠন উদয়ন ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৭ এপ্রিল শুক্রবার শায়েস্তাগঞ্জ নাজমা কমিউনিটি সেন্টারে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ নজরুল ইসলাম সানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রকিবের পরিচালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ফরিদ আহমেদ অলি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক কামাল, ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ ওয়ালীউল্লাহ, শায়েস্তাগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুল জলিল, মহিলা কাউন্সিলর আসমা আবদুল্লাহ,শায়েস্তাগঞ্জ ব্যকসের সভাপতি মোঃ আবুল কাশেম শিবলু, জিসান টেলিকমের সত্বাধিকারী আলহাজ্ব নুরুল ইসলাম তালুকদার , বিশিষ্ট সাংবাদিক জালালুদ্দিন রুমি।
এছাড়া আরো বক্তব্য রাখেন উদয়ন আবাসিক এলাকার বিশিষ্ট মুরুব্বি সৈয়দ মুহিবুর ইসলাম মানিক, ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম, ডাঃ মোঃ আনিসুর রহমান,মোঃ ফখরুলআলম,মোঃআবুল কাশেম সয়ন , শিক্ষক মোঃ সাহিদ উদ্দিন, প্রকৌশলী মোঃ হারুনুর রশিদ প্রমুখ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য ও সভার শেষে মোনাজাত পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ ব্যকসের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুস সহিদ।