স্টাফ রিপোর্টার ॥
শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা এলাকা থেকে অভিযান চালিয়ে রামজয় সূত্রধর (৪৯) ও শাকিব হোসেন (২১) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ সময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয় এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড দেয়া হয়।
গতকাল বুধবার শায়েস্তাগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ ভূঞার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক রামজয় সূত্রধর একই গ্রামের মৃত রাখেশ সূত্রধরের এবং শাকিব হোসেন একই গ্রামের শাফি হোসেনের ছেলে। গতকালই তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।