স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের বাহুবল বাজারে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ ব্যবসায়িকে ১ হাজার ৫শ ও সঠিক কাগজ এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৩ সিএনজি চালককে সড়ক পরিবগন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৪ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার এ অভিযান পরিচালনা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবেন বলে জানান তিনি।