স্টাফ রিপোর্টার ॥
পবিত্র রমজান মাসে অস্বাস্থ্যকর পরিবেশে ও খোলা আকাশের নিচে ইফতার সামগ্রী বিক্রির অভিযোগে চুনারুঘাটে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট সিদ্বার্থ ভৌমিকের নেতৃত্বে একদল পুলিশ চুনারুঘাটের মধ্য বাজারে অভিযান চালিয়ে ৯ হাজার টাকা জরিমানা করেন এবং তাদেরকে শেষ বারের মতো সতর্ক করা হয়। নির্বাহী অফিসার জানান, তাদের অভিযান অব্যাহত থাকবে।