স্টাফ রিপোর্টার ॥
শায়েস্তাগঞ্জে রমজান মাসে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি নিয়ে সংবাদ প্রকাশ হলে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।
গতকাল রবিবার দুপুরে পৌর শহরের দাউদনগর বাজারে হবিগঞ্জের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা অভিযান চালান।
এ সময় দাউদনগর বাজারে অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগে ধানসিঁড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৬ হাজার টাকা, কে আলী মার্কেটের প্রতিদিন জেনারেল স্টোরকে ৪ হাজার টাকা ও শেরাটন হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সময় সার্বিক সহযোগিতা করেন শায়েস্তাগঞ্জ র্যাব- ৯ সিপিবি -১ এর সদস্যরা।