হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া জিপিএ ১ থেকে ১.৯৯ প্রাপ্ত শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। ভর্তি যুদ্ধে জিপিএ ৫ থেকে ২ পর্যন্ত প্রাপ্ত শিক্ষার্থীরা বিভিন্ন কলেজে শর্তানুযায়ী ফরম পূরণ করে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছেন। কিন্তু ওই কলেজগুলোর শর্ত পূরণের যোগ্যতা হারানোয় জিপিএ ১.৯৯ থেকে ১ প্রাপ্ত শিক্ষার্থীরা হবিগঞ্জের কোনো কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদ করতে পারছেন না।
এ সব শিক্ষার্থীরা কোথায় এবং কোন কলেজে ভর্তি হতে পারবে এ নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা বিপাকে পড়েছে। শুধু জিপিএ ৫ ও জিপিএ ৪ প্রাপ্ত শিক্ষার্থীদের সরকারী বৃন্দাবন কলেজে ভর্তি সুযোগ হয়। তাছাড়া আসন খালি হলেও অনান্য জেলা থেকে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা বৃন্দাবন কলেজে ভর্তি হয়। ফলে হবিগঞ্জের অনেক শিক্ষার্থী বৃন্দাবন কলেজে ভর্তির সুযোগ পায়নি । তাছাড়া শচিন্দ্র কলেজ, কবির কলেজ, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজসহ অনান্য কলেজগুলোতে জিপিএ ৫ থেকে জিপিএ ২ শর্ত থাকায় জিপিএ ১.৯৯ থেকে ১ প্রপ্ত শিক্ষার্থীরা এসব কলেজগুলোকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারছে না শিক্ষার্থীরা।
হবিগঞ্জের কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চিত করতে সকল শিক্ষার্থী ও অভিভাবকরা সংশ্লিষ্টদের প্রতি জোরদাবী জানিয়েছেন। জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, ২০১৫ এসএসসি পরীক্ষায় জেলায় ১৩ হাজার ৫শ ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ৪ শ ৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৪ শ ১৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। হবিগঞ্জ জেলায় ২৩ টি কলেজ রয়েছে এর মধ্যে সরকারী ৩ টি। এসএসসি পরীক্ষায় ঊত্তীর্ণ শিক্ষার্থীরা কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে