রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

হবিগঞ্জে জিপিএ ১ থেকে ১.৯৯ প্রাপ্ত একাদশ শ্রেণিতে ভর্তি অনিশ্চি

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ জুন, ২০১৫

1115-300x166 হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া জিপিএ ১ থেকে ১.৯৯ প্রাপ্ত  শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। ভর্তি যুদ্ধে জিপিএ ৫ থেকে ২ পর্যন্ত প্রাপ্ত শিক্ষার্থীরা বিভিন্ন কলেজে শর্তানুযায়ী ফরম পূরণ করে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছেন। কিন্তু ওই কলেজগুলোর শর্ত পূরণের যোগ্যতা হারানোয় জিপিএ ১.৯৯ থেকে ১ প্রাপ্ত শিক্ষার্থীরা হবিগঞ্জের কোনো কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদ করতে পারছেন না।

 এ সব শিক্ষার্থীরা কোথায় এবং কোন কলেজে ভর্তি হতে পারবে এ নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা বিপাকে পড়েছে। শুধু জিপিএ ৫ ও জিপিএ ৪ প্রাপ্ত শিক্ষার্থীদের সরকারী বৃন্দাবন কলেজে ভর্তি সুযোগ হয়। তাছাড়া আসন খালি হলেও  অনান্য জেলা থেকে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা বৃন্দাবন কলেজে ভর্তি হয়। ফলে হবিগঞ্জের অনেক শিক্ষার্থী বৃন্দাবন কলেজে ভর্তির সুযোগ পায়নি । তাছাড়া শচিন্দ্র কলেজ, কবির কলেজ, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজসহ অনান্য কলেজগুলোতে জিপিএ ৫ থেকে জিপিএ ২ শর্ত থাকায় জিপিএ ১.৯৯ থেকে ১ প্রপ্ত শিক্ষার্থীরা এসব কলেজগুলোকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারছে না শিক্ষার্থীরা।

 হবিগঞ্জের কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চিত করতে সকল শিক্ষার্থী ও অভিভাবকরা সংশ্লিষ্টদের প্রতি জোরদাবী জানিয়েছেন।  জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, ২০১৫ এসএসসি পরীক্ষায় জেলায় ১৩ হাজার ৫শ ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ৪ শ ৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৪ শ ১৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।  হবিগঞ্জ জেলায়  ২৩ টি কলেজ রয়েছে এর মধ্যে সরকারী ৩ টি। এসএসসি পরীক্ষায় ঊত্তীর্ণ শিক্ষার্থীরা কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!