স্টাফ রিপোর্টার ॥
চুনারুঘাটে হত্যা মামলার পালাতক আসামী দরবেশ আলী মোল্লা (৩০) কে গ্রেফাতার করেছে র্যাব।
গত ৩০ মার্চ রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার আমতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে টেকেরঘাট এলাকার মোঃ জমশের আলী পুত্র।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত দরবেশ আলী মোল্লা একজন চিহ্নিত অপরাধী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যা মামলার ঘটনায় গ্রেফতারকৃত সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রতীয়মান হয়। সে এই মামলা ছাড়াও একাধিক মামলার আসামী।