লাখাই প্রতিনিধি:হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈ এলাকা থেকে আটকৃত ৫ জামায়াত নেতা কর্মীদের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
বৃস্পতিবার দুপুরে সিনিয়র জুডিসিয়ার ম্যাজিষ্ট্রেট নিশাত সুলতানার আদালতে লাখাই থানা ওসি মোঃ মোজাম্মেল হক ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।আদালত আসামীদের উপস্থিতিতে রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন।
উল্লেখ্য গত ১৮ জুন দুপুরে নাশকতা ও সরকারের বিরোদ্ধে ষড়যন্ত করায় বামৈ বাজার থেকে তাদের আটক করা হয়।
আটক নেতারা হলেন- জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুর রহমান, হবিগঞ্জ পৌর জামায়াত সাধারণ সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম, লাখাই উপজেলা জামায়াত আমীর নুর উদ্দিন, সাধারণ সম্পাদক ডা. লুৎফুর রহমান এবং যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানা পুলিশ বামৈ বাজারে অভিযান চালায়।
এ সময় পুলিশ জামায়াতের ৫ নেতাকে আটক করে।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাথে যোগাযোগ করা হলে তিনি রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।