এফ এম খন্দকার মায়া:
হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মার্চ)সকালে হবিগঞ্জ সার্কিট হাউজ হল রুমে বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও চুনারুঘাট মাধবপুর আসনের সাংসদ এডভোকেট মাহবুব আলী এমপি সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল হক, তত্বাবধায়ক, ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, হবিগঞ্জের ডাক্তার আমিনুল হক সরকার,সহকারী পুলিশ সুপার মোঃ শামসুল হকসহ প্রতিনিধি ও ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ।
এসময় হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আয়োজনে উক্ত সভায় অতিথি গন হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সমাধান বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।এসময় হাসপাতালে দালালদের দৌরাত্ম প্রতিরোধ,জনদূর্ভোগ দূরীকরণ,পানি সহ যন্ত্রপাতি সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহন।এবং জনবল সংযুক্ত করন।
সভাপতির বক্তব্যে এডভোকেট মাহবুব আলী এমপি জেলা সেবাগ্রহীতার সেবা নিশ্চিত করতে
ব্যবস্থা সামগ্রিক সমস্যা সমাধানের আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার গণ মাধ্যম কর্মী সহ জেলা বিভিন্ন এনজিও, দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।