দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোক্তাধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসা প্রতিষ্ঠান কে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকেলে উপজেলার পুরানবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি করায়,পন্যের মূল্য তালিকা না থাকায় এবং মেয়াদঊত্তীর্ন পন্য থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাইফুল স্টোর কে ২ হাজার, ময়না মিয়ার মাংসের দোকান কে ৫ হাজার ও ফুটপাত দখল করে ইফতারের দোকান বসানোর কারনে এক ব্যবসায়ী কে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈম জরিমানা করেন।
এ সময় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন।